রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব তুলে দিলেন, কেন্দ্রীয় বিজেপি নেতা রবি শংকর প্রসাদ। শমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের জায়গায় এলেন।
বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’ নামক অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতা রবি শংকর প্রসাদ আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব তুলে দেন।
রবিশঙ্কর প্রসাদ ছাড়া এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও শুভেন্দু অধিকারী।
২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে রাজ্য বিজেপি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে ভোটে লড়তে চলেছে । শমীক ভট্টাচার্য এদিন বলেন, ‘২০২৬ এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন। মানুষ বাঁচতে চায়, বাংলা বাঁচতে চায়।
বাগ্মী শমীক ভট্টাচার্য ১৯৭১ সাল থেকে আরএসএসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।