গরম থেকে যাত্রীদের মুক্তি দিতে রেলের পরিকল্পনা মতো শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। বুধবার একটি ১২ কামরার সম্পূর্ণ বাতানুকূল জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক সুবিধা যুক্ত ট্রেন রানাঘাট কারশেডে এসে পৌঁছেছে।
রেল সূত্রে জানা গেছে, পরিষেবা দেওয়ার মতো উপযুক্ত করে তুলতে রাণাঘাট কার শেডে নতুন ট্রেনটিতে আর কিছু কাজ সম্পূর্ণ করতে হবে। ট্রায়াল দিতে হবে। তারপর আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের জন্য পূর্ব ভারতের প্রথম লোকাল এসি ট্রেন চালু হয়ে যাবে। আরও একটি নতুন এসি ট্রেন এই রুটে চালানোর জন্য আনা হচ্ছে ।
মুম্বাই চেন্নাইয়ের পর শিয়ালদা ডিভিশনে কবে থেকে এবং কোন স্টেশন থেকে, টিকিটের বা কী রকম মূল্য হবে,এ সে সম্পর্কে জানিয়েছেন, শিয়ালদা শাখার জনসংযোগ আধিকারিক । তিনি বলেন,’ সব ঠিকঠাক থাকলে শিয়ালদা রানাঘাট রুটে খুব শীঘ্র এসি লোকাল ট্রেন চলছে। ট্রেনে মোট ১১০০ সিট থাকবে। টিকিটের দাম অবশ্যই বেশি হবে । কত, তা পরে নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’