বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের নির্দেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।
চিন্ময় দাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে গিয়ে, রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মোহাম্মদ রেজাউল হক মঙ্গলবার চিন্ময় দাসের জামিন বাতিলের নির্দেশ দেন।
এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও আইনজীবী অনীক আর হক। চিন্ময় দাসের আইনজীবী ছিলেন, এমকে রহমান, জেড আই খান পান্না এবং অপূর্ব কুমার ভট্টাচার্য।
গতবছর ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। সাইফুল খুনের ঘটনায় তার বাবা জামালউদ্দিন ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন ।
এই ঘটনায় আরও ৫টি মামলা হয় । মোট ৫১ জনকে গ্রেফতার করা হয় । এদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে সাইফুল খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।