Oplus_0

কলকাতা কর্পোরেশনের পথে হেঁটে সমস্ত রুফটপ ক্যাফে বন্ধের নির্দেশ দিল বিধাননগর পৌরসভা । স্থানীয় কাউন্সিলরদের রেস্তোরাঁর তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন, বিধাননগর পৌরসভার মেয়র।

 

কলকাতা পুরসভা ও তার আশেপাশের এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নজরে আসে- বিল্ডিংয়ের ছাদ ও অন্যান্য খোলা জায়গা বন্ধ করে, রেস্টুরেন্ট, গুদাম ও অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে । ফলে আপৎকালীন সময়ে মানুষ সেখানে থেকে বের হতে পারছেন না।

 

শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার সমস্ত ক্যাফে বন্ধের নির্দেশ দেন । নির্দেশ অনুযায়ী শুক্রবার রাত থেকে পুরসভা ক্যাফে বন্ধের অভিযানে নামে।

 

এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কলকাতায় ছাদ ঘিরে কিছু করা যাবে না । ছাদ কমন স্পেস । আজ থেকে ছাদ ঘিরে তৈরি সমস্ত রেস্তোরা বন্ধ । ঘিরে ফেলা অংশ ভেঙে ফেলা হবে।’

 

মঙ্গলবার বড়বাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয় । সেখানে একাধিক বেনিয়মের ছবি ধরা পড়ে। তারপরেই কলকাতার সমস্ত রুফটপ ক্যাফে বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। পুর কমিশনারকে এ বিষয়ে নির্দেশিকা জারি করতে বলা হয়।

 

শনিবার বিধাননগর পৌরসভাও কলকাতা পুরসভার মতো রুফটপ ক্যাফে বন্ধের নির্দেশিকা জারি করেছে । স্থানীয় কাউন্সিলরদের সমস্ত রুফটপ ক্যাফের তালিকা তৈরীর নির্দেশ দিয়েছেন, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here