রুফটপ ক্যাফে চালানোর প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পুরসভার নির্দেশে রেস্তোরা ভেঙে দেওয়া হচ্ছে । ম্যাগমা হাউস রেস্তোরাঁর মালিকপক্ষ পুরসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে । সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত ম্যাগমা হাউস ক্যাফে ভাঙা যাবে না বলে, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন।
মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, ‘পুরসভা নির্দিষ্ট নীতি নিয়ে বলতে পারে, তারা কোন রুফটপ ক্যাফে রাখবে না । তার অর্থ এই নয়, কোন নোটিশ না দিয়ে হঠাৎ একদিন ভাঙতে শুরু করে দিল। এ বিষয়ে পুরসভা কোন বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয়নি । মুখ্যমন্ত্রী বললেন, রুফটপ ক্যাফে থাকবে না। আর পুরসভা ভাঙতে শুরু করে দিল, এটা হয় না। রেস্তোরাঁ চালানোর প্রয়োজনীয় কাগজ রয়েছে। পুরসভা সিদ্ধান্ত নিলে, সময় দিতে পারতো । তা না করে, ভেঙে দেয়া হচ্ছে।’
কয়েকদিন আগে বড়বাজার মেছুয়া পট্টির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তখন মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত ছিলেন । দিঘা থেকে ফিরে তিনি বড়বাজারের ঘটনাস্থলে গিয়ে হোটেলগুলোর একাধিক বেনিয়মের কথা বলেন। এপ্রসঙ্গে পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের নাম উল্লেখ করেন। শুধু তাই নয়, সেখানে তিনি সারপ্রাইজ ভিজিটে যাবেন বলে জানান।
ম্যাগমা হাউস পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার কাছে পাক্কা খবর ছিল । আমি দেখে গেলাম । এবার আমি, চোখে আঙুল দিয়ে দেখিয়েও গেলাম।’
এরপরই ম্যাগমা হাউস সহ শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলার নির্দেশ দেয়, কলকাতা পুরসভা। রেস্তোরাঁর মালিকপক্ষের সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায়।
আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।