রেড পান্ডার হালহকিকত জানতে উত্তরবঙ্গের পাহাড়ি জঙ্গলে মে মাস থেকে রাজ্য বনদপ্তরের উদ্যোগে শুরু হচ্ছে রেড পান্ডা গণনার কাজ।
উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি এ প্রসঙ্গে জানান, ‘২০১৯ সালের পর রেড-পান্ডার সংখ্যা জানতে মে মাস থেকে রেড পান্ডা শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। রেড পান্ডা শুমারির বিষয়ে বনদপ্তরের অনুমোদন মিলেছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সরাসরি দেখে অথবা মলমূত্রের নমুনা সংগ্রহ করে, ডিএনএ যাচাইয়ের মাধ্যমে রেড পান্ডা গণনার কাজ করা হবে।’
বনদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সুমারিতে দার্জিলিংয়ের সিঙ্গালিলা অভয়ারণ্যে ৩১ টি কালিম্পংয়ের নেওড়াভ্যালির জঙ্গলে ৩৫ টি রেড পান্ডা ছিল।
২০০৩ সালে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রেড পাণ্ডা সংরক্ষণ ও প্রজননে গুরুত্ব দেয়া হয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ি জঙ্গলের ৬০০ থেকে সাড়ে সাত হাজার ফুট উচ্চতা পর্যন্ত রেড পান্ডার বসবাস দেখারে যায়।