বিহারের লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, কলকাতার একটি হাসপাতালে । সদ্যজাতকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এই খুশির খবর জানিয়েছেন তেজস্বী যাদব। তিনি লিখেছেন, ‘সুপ্রভাত । অবশেষে অপেক্ষার অবসান । আমি কৃতজ্ঞ, আনন্দিত, আমাদের ছোট্ট শিশু সন্তান আসার খবর জানাতে পেরে ধন্য।’
এদিন আরজেডি লালু প্রসাদ যাদবের নাতিকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেখানে তিনি লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, ‘আমি খুশি। মা ও শিশু দুজনেই ভালো আছে । বাচ্চা দেখতে খুব সুন্দর হয়েছে।’
২০২১ সালে লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় । ২০২৩ সালে রাজশ্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এবার পুত্র সন্তানের জন্ম দেওয়ায় খুশি লালুপ্রসাদ যাদবের পরিবার।