শনিবার, ১৪ জুন, দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৫ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া দপ্তর।
শনিবারের আকাশ আংশিক মেঘলা থাকবে । কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ থাকতে পারে । ফলে আদ্রতার কারণে প্যাচপ্যাচে গরমে হাসফাস করার সম্ভাবনা থাকছেই।
অন্যদিকে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে ১৬ – ১৭ জুন বর্ষা প্রবেশ করতে পারে।