অযোগ্য দাগিদের নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে তা জানাতে নির্দেশ দিয়েছেন, কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগি অযোগ্যদের কেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে ? এবিষয়ে আগামী সোমবারের মধ্যে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি মামলায় শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়ে যায় ২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেল। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট নতুন শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকার ৩০ মে,২০২৫ সালে নতুন শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি বলে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট তখন জানায়, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এখনই কোন হস্তক্ষেপ করা হবে না। পরে যদি মনে হয়, তখন হস্তক্ষেপ করবে ।
কিন্তু এদিন শীর্ষ আদালতের নির্দেশের পরেও অযোগ্য দাগিদের আবার সুযোগ দেওয়ার বিষয়টি অনৈতিক মনে হওয়ায় কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে তা স্পষ্ট করতে বলা হয়েছে ।