শুধু হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা নয়, লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দুর্নীতিবাজ তৃণমূল সরকার। জলপাইগুড়ির জনসভা থেকে এভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন, প্রধানমন্ত্রী । তবে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার প্রশ্নে নীরব থাকলেন, মোদি।

 

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় নরেন্দ্র মোদি বলেন, ‘দুর্নীতি কীভাবে চারিদিক থেকে মানুষকে ধ্বংস করে, আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দেখেছি । তৃণমূল সরকার হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে । তাঁদের পরিবার শেষ করে দিয়েছে। তাঁদের সন্তানদের অসহায়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা নয়, পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। শিক্ষকের অভাবে লাখ লাখ শিশুর ভবিষ্যৎ, অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘দুর্নীতির সমস্ত সীমা ছাড়িয়েও নিজেদের ভুল মেনে নিতে রাজি নয় তৃণমূল। উল্টে, দেশের আদালতকে দোষারোপ করছে।’

 

তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সুর চড়ালেও চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বিষয়ে তাঁর মুখে কোনও আশ্বাসের কথা শোনা যায়নি। যেমন শোনা যায়নি, রাজ্যের একাধিক গুরুতর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে গাফিলতির কোনও কথা।

 

হাজার হাজার শিক্ষক ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ কী হবে, সেবিষয়ে তিনি বা কেন্দ্রের ভূমিকা কী হবে, সে প্রসঙ্গেও আজকের জনসভায় কিছু শোনাননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here