সরকারি দুর্নীতির কারণে হারানো নিজেদের হকের চাকরি ফেরানোর দাবিতে, আগামীকাল শুক্রবার, শিয়ালদা থেকে অর্ধনগ্ন মিছিল করবেন, চাকরিহারা শিক্ষকরা ।
বৃহস্পতিবার বিকালে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মন্ডল সাংবাদিকদের জানান, ‘অর্ধনগ্ন হওয়ার কারণ, আজ সরকারি দুর্নীতি, শিক্ষাব্যবস্থা ও যোগ্য চাকরিহারা শিক্ষকদের উলঙ্গ করে দিয়েছে। বিচার ব্যবস্থার গাফিলতিও আমাদের নগ্ন হতে বাধ্য করছে।’
নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকের চাকরি হারিয়ে, গত কয়েক সপ্তাহ ধরে বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে আন্দোলন করছেন তাঁরা। কোথায় গেলে, কার কাছে গেলে, হারানো চাকরি নতুন করে পরীক্ষা না দিয়ে ফিরে পাবেন, সেই চিন্তায় দিশেহারা তাঁরা।
এই পরিস্থিতিতে দু’দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার বসা ছাড়া চাকরিহারাদের অন্য কোন পথ নেই। ৩০ মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নির্দেশ না মানলে, ফল ভুগতে হবে চাকরিহারা শিক্ষকদের ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আরও চিন্তিত হয়ে পড়েন, চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, নতুন করে পরীক্ষা না নিয়ে হারানো চাকরি ফেরানোর ব্যবস্থা করুক সরকার।
চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মন্ডল এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু সংবাদ দিয়ে এদিন জানান, ‘কয়েক দিন ধরে ওই শিক্ষক দুশ্চিন্তায় ভুগছিলেন । প্রবীণ কর্মকার নামে ওই শিক্ষক মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। তিনি অসুস্থ ছিলেন । দুশ্চিন্তায় মারা গেছেন । তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন । প্যানেল বাতিল হয়েছে অন্যের দুর্নীতির কারণে । তিনি আর সহ্য করতে পারেননি।’
বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জনসভায় শিক্ষক দুর্নীতি নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন । কিন্তু চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করতে চাইলে, তাদের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে এদিন সকালে চাকরিহারা শিক্ষকদের ছ’জনের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে, পুলিশ তাঁদের আটক করে।