শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত শিয়ালদা দমদম শাখায় রেলের কাজের জন্য ৭৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।
শিয়ালদা দমদমের মাঝে পাওয়ার ব্লক করে ৩ নম্বর ও ২৭ নম্বর ব্রিজের গার্ডার বদলের কাজ হবে। ২৮ জুন শনিবার রাত ১০ টা ১৫ মিনিট থেকে ২৯ জুন রবিবার সকাল ৮ টা ১৫ মিনিট পর্যন্ত এই কাজ চলবে, ফলে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে।
সংবাদপত্রে প্রকাশিত পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, শিয়ালদা ডিভিশনে ব্রিজ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ, শিয়ালদা এবং দমদম শাখার ৩ এবং ২৭ নম্বরের রি-গার্ডারিংয়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে বলে তালিকা দেওয়া হয়েছে।
