শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় রেললাইনে জরুরি সংস্কার কাজের জন্য মোট ৩১ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শনিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৭ টা পর্যন্ত পাওয়ার ব্লক করে এই কাজ চলবে । এজন্য একাধিক লোকাল ট্রেন চলাচল বাতিল অথবা যাত্রাপথ ছোট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
শনিবার ২ টি এবং রোববার ২৯ টি ট্রেন বাতিল থাকবে । দুদিনে মোট ৩১টি ট্রেন বাতিল থাকবে।
শিয়ালদা হাওড়া, শিয়ালদা ডানকুনি, শিয়ালদা বনগাঁ, শিয়ালদা নৈহাটি, শিয়ালদা বজবজ, শিয়ালদা কল্যাণী সীমান্ত শিয়ালদা দত্ত পুকুর শাখায় বিভিন্ন সময় ট্রেন বাতিল থাকবে। লক্ষীকান্তপুর নামখানা লাইনেও কাজের জন্য রোববার দুটি ট্রেন বাতিল থাকবে।