দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিমাত্রায় বৃষ্টিপাত ঘটিয়ে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেছে । নিম্নচাপের প্রভাবে শুক্রবার এবং শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ কম হবে। আগামী দুদিন কোন সতর্কবার্তা জারি করেনি, আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানান, ‘দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকা থেকে নিম্নচাপটির কেন্দ্রস্থল হুগলি, বর্ধমান, বীরভূম হয়ে ঝাড়খন্ডের দিকে সরে গেছে।’
নিম্নচাপের প্রভাবে পুরুলিয়ায় বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় ১৪২মিলিমিটার, ঝাড়গ্রামে ১০৫ মিলিমিটার, ব্যারাকপুরে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
নিম্নচাপ এবং বর্ষার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু চলছে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে ঘূর্ণাবর্তটি। ২৪ ঘন্টায় আরও উত্তর-পশ্চিমে এগিয়ে যাবে।
২০ জুন, শুক্রবারের আকাশ মেঘলা থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ হতে পারে।