গত বছর জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন, এই অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বেলা ১২ টায় অনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম দাবি করে, শেখ হাসিনার নির্দেশে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানো হলে, ১৪০০ জনের মৃত্যু হয়।
ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম এদিন ১৩৪ পাতার অভিযোগে পত্রে ৮১ জনকে সাক্ষী করে ট্রাইব্যুনালে দাখিল করেন। শেখ হাসিনার সঙ্গে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। একজন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অপরজন পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল – মামুন । এঁদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।
এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোন মামলার শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হল। আদালতে এই মামলার শুনানি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।