ভারত পাকিস্তান দু’দেশই চলমান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে । শনিবার বিকাল ৫ টা থেকে জল, স্থল, আকাশপথে সমস্ত রকম সংঘর্ষ থেকে বিরত থাকতে সম্মত হয়েছে দুই দেশ। এদিন দু’দেশের ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠকে আমেরিকার মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিক সম্মেলন করে জানান, ‘আজ বিকাল তিনটেয় দু’দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে আলোচনা হয়। সেখানে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। নৌবাহিনী, স্থলবাহিনী, এবং বায়ু সেনাকে বিকাল ৫ টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।’
ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি আরও জানান, ‘১২ মে ভারত পাকিস্তান ডিজি পর্যায়ে আবারও বৈঠক করে, পরিস্থিতি পর্যালোচনা করা হবে।’