আলোচনার মাধ্যমেই ভারত পাকিস্তান দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল । তার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের তরফে কয়েকটি জায়গায় হামলা চালানো হয় । ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি বললেন, ‘দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান।’

 

শনিবার রাত ১১ টা নাগাদ জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে বিদেশ সচিব মিসরি জানান, ‘সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান । যা অত্যন্ত নিন্দনীয় । প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের কাছে বার্তা পাঠানো হয়েছে । পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা দায়িত্বশীল আচরণ করুক। পরিস্থিতির উপর নজর রাখছে আমাদের সেনাবাহিনী। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাঁরা প্রস্তুত।’

 

এদিন রাত আটটা নাগাদ জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান সীমান্ত এলাকায় হামলা চালায় পাকিস্তান । হামলার জবাব দেয় ভারতীয় সেনা । এইসব অঞ্চল ব্ল্যাক আউট করে দেওয়া হয় । তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান।

 

এই বৈঠকে যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে সব রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

 

শনিবার বিকেলে বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ‘দুই দেশের সামরিক ডিজি পর্যায়ের বৈঠকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাল ৫ টা থেকে তা কার্যকর করা হবে ।’ সেই মোতাবেক ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই দুদেশের মধ্যে ফের গোলাগুলি বিনিময় শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here