আইন, শাসন এবং বিচার দেশের তিনটি বিভাগই সংবিধান মেনে পরিচালিত হয় । তাই গণতান্ত্রিক দেশে সংসদ নয়, সংবিধান ই প্রধান। সবার উপরে, আবারও বললেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।
সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং বিজেপির কিছু নেতা সংসদকে সংবিধানের ওপরে দাবি করেন । এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, বিতর্ক তৈরি হয়।
বুধবার তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি গাভাই মহারাষ্ট্রের একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘গণতান্ত্রিক দেশে কোন বিভাগের হাতে ক্ষমতা বেশি তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । অনেকে মনে করেন দেশের সংসদ বেশি ক্ষমতা রাখে । তবে আমি মনে করি, গণতন্ত্রে সংবিধান সব থেকে বেশি শক্তিশালী । বাকি সব বিভাগ থাকে সংবিধানের অধীনে।’
সংবিধানের অধীনে থেকে সব বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে, প্রধান বিচারপতি গাভাই এদিন বলেন, ‘একজন বিচারপতির সব সময় মনে রাখা উচিত, আমাদের একটা কর্তব্য রয়েছে । আমরা নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শের রক্ষাকর্তা । আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে । মানুষ কী বলবে, তা ভেবে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না।’