পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা, তারপর ভারতের অপারেশন সিঁদুর এবং শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষে বিরতি ঘোষণা -এই সব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যসভা ও লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি অবিলম্বে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য আপনাকে সর্বসম্মত অনুরোধ জানাচ্ছি। পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করা জনগণ এবং তাদের প্রতিনিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । অপারেশন সিঁন্দুর এবং আজকের যুদ্ধ বিরতি, প্রথম যুদ্ধ বিরতি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন।’

 

‘ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতের জন্য আমাদের সংকল্প প্রদর্শনের এটি একটি সুযোগ হবে। আমি বিশ্বাস করি, এই দাবিটি আপনি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।’

 

রাজ্যসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here