সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের জিরো টলারেন্স অবস্থান একতাবদ্ধভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে সর্বদলীয় ৭ টি প্রতিনিধি দল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে যাবে।
সেখানে তাঁরা সন্ত্রাসবাদ ইস্যুতে অপারেশন সিঁদুরের যথাযথ তথ্য তুলে ধরবেন। প্রতিনিধি দলগুলোতে থাকছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রথম দলটি যাবে সৌদি আরব, কুয়েত, বাহরিন, আলজেরিয়া । এই দলের নেতা নির্বাচিত হয়েছেন, ভারতীয় জনতা পার্টি সংসদ সদস্য বৈজয়ন্ত পান্ডা। প্রতিনিধি দলে থাকছেন, নিশিকান্ত দুবে, ফাগনন কোনিয়াক, বিজেপি, রেখা শর্মা, বিজেপি, আসাদউদ্দিন ওয়াইসি, এআইএমআইএম, শতনম সিং, গুলাম নবি আজাদ এবং হর্ষ শ্রীংলা
দ্বিতীয় প্রতিনিধি দলের নেতা নির্বাচিত হয়েছেন, বিজেপির রবিশঙ্কর প্রসাদ । এই দলটি যাবে ইউকে, ফ্রান্স, জার্মানি, ইইউ, ইতালি, ডেনমার্ক। দলের অন্য সদস্যরা হলেন দাগ্গুবাতি পুরন্দেশ্বরী, বিজেপি, প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনা, গুলাম আলী খাতনা, অমর সিং আইএনসি, শমীক ভট্টাচার্য, বিজেপি, এম জে আকবর এবং পঙ্কজ শরণ।
তৃতীয় দলটি যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সিঙ্গাপুর । দলের নেতৃত্ব দেবেন সঞ্জয় কুমার ঝাঁ, জেডিইউ । দলের অন্য সদস্যরা হলেন, অপরাজিতা সারঙ্গী, বিজেপি, ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস, জন ব্রিটাস, সিপিআইএম, প্রদান বড়ুয়া, বিজেপি, হেমাঙ্গ যোশি, বিজেপি, সলমন খুরশিদ এবং মোহন কুমার।
চতুর্থ দলে থাকছেন, বাঁশুরি স্বরাজ, বিজেপি, মহম্মদ বশির, আইইউএমএল, অতুল গর্গ, বিজেপি, সশমিত পাত্র, বিজেডি, মান্নান কুমার মিশ্র, বিজেপি, এসএস আলুওয়ালিয়া, সুজন চিনয়। এই দলের নেতৃত্ব দেবেন, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিণ্ডে । দলটি যাবে ইউএই, লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিয়ন।
পঞ্চম দলটির নেতৃত্বে দেবেন, কংগ্রেসের শশী থারুর। দলটি যাবে ইউএসএ, পানামা, গুনিয়া, ব্রাজিল, কলম্বিয়া । দলের অন্য সদস্যরা হলেন, সম্ভাবী এলজেপি, সফররাজ আহমেদ, জেএনএম, জিএম হরিশ বালযোগী, টিডিপি, শশাঙ্কমণি ত্রিপাঠী, ভুবনেশ্বর কালিটা, বিজেপি, মিলিন্দ মুরলি দেওরা, শিবসেনা, তরণ সিং সাধু, তেজস্বী সুরিয়া, বিজেপি।
ষষ্ঠ সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কানিমোঝি করুণানিধি, ডিএমকে। দলটি যাবে স্পেন, গ্রিস, লোভানিয়া, লাটভিয়া রাশিয়া । দলের অন্য সদস্যরা হলেন, রাজিব রাই ,এসপি, মিয়া আলতাফ আহমেদ, এনসি, ব্রিজেস চৌতা বিজেপি, প্রেমচাঁদ গুপ্তা, আরজেডি, অশোক কুমার মিত্তাল, আপ, মনজির এস পুরি এবং জাভেদ আশরফ।
সপ্তম দলটি যাবে ইজিপ্ট, কাতার, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা,। এই দলে থাকছেন, রাজীব প্রতাপ রুডি, বিজেপি, বিক্রমজিৎ সিং সাহনে, আপ, মনীশ তেওয়ারি, আইএনসি অনুরাগ সিং ঠাকুর, বিজেপি, লাবু শ্রীকৃষ্ণ দেবারায়ালু, টিডিপি, আনন্দ শর্মা, ভি মুরলীধরণ, সৈয়দ আকবরুদ্দিন । সপ্তম সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির সুপ্রিয়া শুলে।
সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের জিরো টলারেন্স অবস্থান ও পাকিস্তানের ভূমিকা তুলে ধরা এবং কূটনৈতিকভাবে চাপে রেখে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে ভারতের অপারেশন সিন্দুরের যথাযথ তথ্য তুলে ধরতে এই উদ্যোগ।