‘সন্ত্রাসবাদ আজ একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং শান্তিপূর্ণ সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। শান্তি, সুরক্ষা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে সন্ত্রাসবাদ নির্মূল করতে ঐক্যবদ্ধ হতে হবে ।’ এ কথা বলেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ।

 

শুক্রবার, ২ মে, ভারতের সংসদ ভবনে জাপানের প্রতিনিধি সভার অধ্যক্ষ নুকাগা ফুকুশিরোর নেতৃত্বে এক সংসদীয় দলের সঙ্গে সাক্ষাৎকালে এই অভিমত প্রকাশ করেন অধ্যক্ষ।

 

জাপানের প্রতিনিধি সভার অধ্যক্ষ ফুকুশিরো পহেলগাঁও জঙ্গি হামলার কঠোর নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দেন।

 

এই সাক্ষাৎকার পর্বে অন্য যাঁরা উপস্থিত ছিলেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা, লোকসভার সাংসদ দীপেন্দ্র সিংহ হুডা, শ্রীমতী কমলজিৎ শেরয়াত এবং ভাক্রুহরি মাহতাব।

 

অধ্যক্ষ শ্রী ওম বিড়লা জাপানের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত ও জাপানের বন্ধুত্ব অত্যন্ত জরুরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here