পশ্চিমবঙ্গের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত, সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন, কলকাতা হাইকোর্ট।
দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে সংসদ রুমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এক আইনজীবী সায়ন ব্যানার্জি। সেগুলো বন্ধ রাখার আবেদন জানিয়ে, তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন।
বৃহস্পতিবার, সেই মামলার শুনানিতে বিচারপতি সৌমেন সেন রাজ্যের কাছে জানতে চান, ২০১৭ সালের পর থেকে কোন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কবে নির্বাচন হবে ? এইসব হলফনামা আকারে রাজ্যকে আদালতে জমা দিতে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
প্রয়োজনে রেজিস্টারের অনুমতি নিয়ে সেগুলো খোলা যেতে পারে বলে জানিয়েছেন, বিচারপতি সৌমেন সেন।