এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় বলে মনে করে বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল । তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে। অন্যদিকে ‘মুহাম্মদ ইউনুস নির্বাচন করানোর লোক নন’ বলে, শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

 

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে সময়টা নির্ধারণ করা হয়েছে, সেই সময়টা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়।’ বিএনপি’র পক্ষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য পুনরায় দাবি তোলা হয়।

 

শুক্রবার ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন, ‘আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোন একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে।’ আগামী বছর এপ্রিল মাসে নির্বাচনের সময় নিয়ে বিএনপির মতো অন্য রাজনৈতিক দল গুলোরও আপত্তি রয়েছে । তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে।

 

অন্যদিকে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন না, মুহাম্মদ ইউনুস বাংলাদেশে আদৌ কোন নির্বাচন করাবেন। শনিবার তাঁর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে হাসিনাকে বলতে শোনা যায়, ‘এই সরকার বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, মুহাম্মদ ইউনুস নির্বাচন করানোর লোক নন। আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল । এবার সেটাও কমে যাচ্ছে । আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধু স্বজন হারানোর হাহাকার । এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।’ ভাইরাল অডিও ক্লিপটি ঠিক কবেকার তা অবশ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here