সাইকেল চেপে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে বিশ্বের কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্ট খেতাব জয় করলেন, হুগলির তারকেশ্বরের ঐন্দ্রিলা আঢ্য।
বাবার চায়ের দোকান । সংসারে অর্থের অভাব । তবুও দুচোখে সাইকেল চেপে পাহাড় জয়ের স্বপ্ন । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঐন্দ্রিলা আঢ্য ফল প্রকাশের মাঝের সময়টুকু বাড়িতে বসে না থেকে, ২২ মার্চ তারকেশ্বরের বাড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
বেনারস, পোখরা, নয়াপুল, চমরা ব্যাম্বো হিমালয় হয়ে ১৭ এপ্রিল মাউন্ট মাছাপুচুরের বেস ক্যাম্প (উচ্চতা ৩৭০০মিটার ) জয় করে। ১৮ এপ্রিল বেলা ১২টা ৬ মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্প ( উচ্চতা ৪১৩০মিটার) জয় করে ঐন্দ্রিলা।
উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের আগে সোমবার বাড়ি ফেরেন ঐন্দ্রিলা । পূর্ব বর্ধমানের সাইক্লিং ক্লাবের পক্ষে তাকে সম্বর্ধনা দেওয়া হয় ।
দেশে জঙ্গি হামলা আর নারী সুরক্ষা নিয়ে যখন সবাই চিন্তিত, তখন একা সাইকেল চেপে অভিযান করতে ভয় লাগে না ? এই প্রশ্নের জবাবে ঐন্দ্রিলা বলেন, ‘মেয়েরা বাইরে বেরিয়ে যাতে সুরক্ষিত থাকে, সমাজকে সেই বার্তা দিতে চেয়েছি। আর খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা বেশি বলে, ভয়ও লাগে না।’