সিবিএসই ( সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ) র দ্বাদশ ও দশম শ্রেণীর ২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার।

 

দ্বাদশ শ্রেণীর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। দ্বাদশ শ্রেণীর মোট পরীক্ষার্থী ছিল ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন । এর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। পাশের নিরিখে দেশের মধ্যে প্রথমে আছে তিরুবন্তপুরম।

 

অন্যদিকে দশম শ্রেণীর পাশের হার ৯৩.৬৬ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ ৮৬ হাজার ৪৮৫ জন। বোর্ডের তরফে কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

 

পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৮ মার্চ। সিবিএসই-র ওয়েবসাইটে ঠিক ৫৬ দিনের মাথায় এই ফল প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here