সীমান্ত এলাকায় সংঘর্ষ পরিস্থিতি মোকাবিলায় এবার একজন কমান্ডারের নেতৃত্বে কাজ করবে ভারতীয় সেনার নৌ বাহিনী, স্থল বাহিনী এবং বিমানবাহিনী । আগে এই তিন বাহিনী আলাদাভাবে কাজ করতো । ভারত পাক সংঘর্ষের আবহে সেই নিয়মে বদল এনে একজনের নেতৃত্বে যৌথভাবে কাজ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের মোদি সরকার। গতকাল ২৭ মে থেকে তা কার্যকর করা হয়েছে।ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন আইনের ভিত্তিতে এই পরিবর্তন ঘটানো হয়েছে ।
২০২৩ সালে লোকসভা ও রাজ্যসভার বাদল অধিবেশনে এই বিলটি পাস হয় । রাষ্ট্রপতি বিলে সই করে দিলে, তা আইনে পরিণত হয়। ২০২৪ সালের মে মাস থেকে আইনটি সেনাবাহিনীতে চালু করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে , ‘এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্য আন্তঃসেবা ( আইএসও) সংস্থাগুলোর কার্যকর কমান্ড, নিয়ন্ত্রণ এবং দক্ষ কার্যকারিতা জোরদার করে, সশস্ত্র বাহিনীর যৌথ ভূমিকা জোরদার করা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই আইনটি আইএসও-র কমান্ডার ইন চিফ এবং অফিসার- ইন কমান্ডকে তাদের অধীনে কর্মরত পরিষেবা কর্মীদের ওপর কমান্ড ও নিয়ন্ত্রণ প্রয়োগের ক্ষমতা দেয়। যাতে সংস্থাগুলোর মধ্যে শৃঙ্খলা এবং প্রশাসনের কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যায়।’
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর প্রত্যাঘাত স্বরূপ ভারতের অপারেশন সিন্ধুর পরবর্তী ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষে দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে আমেরিকার হস্তক্ষেপে দু’দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয় এবং যা বর্তমানে চলমান রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা পরিচালনায় কেন্দ্রের নতুন এই সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে রণকৌশল হিসেবে দেখছেন, সমর বিশেষজ্ঞরা।