ইলেক্ট্রিকের পুরানো মিটার বাতিল করে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধানসভায় আলোচনা ও সর্বদলীয় বৈঠকের দাবি তুললেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

 

সোমবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে শুভঙ্কর সরকার বলেন,’ রাজ্যে স্মার্ট মিটার চালু করার বিষয়ে সর্বস্তরে আলোচনা ও প্রচারের প্রয়োজন রয়েছে। পুরানো মিটার বাতিল করে স্মার্ট মিটার চালু করার জন্য যে পরিকল্পনা দরকার, তা সরকারের তরফে করা হয়নি।’

 

 

কংগ্রেস সভাপতি দাবি করেন, ‘গণসচেতনতা ছাড়া, গ্রাহকের লিখিত অনুমতি ছাড়া স্মার্ট মিটার বসানো যাবে না। অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করা হোক। ইলেক্ট্রিক বিলের ত্রুটি ও গ্রাহকদের অভিযোগের সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিকার ব্যবস্থা চালু করা হোক।’

 

শুভঙ্কর অভিযোগ করেন, ‘স্মার্ট মিটারের নামে চুরি চলছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার চালু করছে। একটা মিটারের দাম ১০ থেকে ১২ হাজার টাকা দিতে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে। একটা মিটার ৫ থেকে ৬ বছর চলবে। অর্থাৎ বছরে ২ হাজার টাকা অতিরিক্ত দিতে হচ্ছে ।’

 

 

শুভঙ্কর আরও বলেন, “অধিকাংশ গ্রাহককে না জানিয়েই স্মার্ট মিটার বসানো হয়েছে। ভুল রিডিং ও অতিরিক্ত বিলের অভিযোগের সঠিক ও দ্রুত সমাধান মিলছে না। এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকার নিশ্চুপ। তাই এবিষয়ে সর্বদলীয় বৈঠক করা জরুরি।’

 

তাছাড়া, নতুন বিলিং সিস্টেমে চাকরিহারাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

 

দেশে স্মার্ট মিটার চালু করার বিরুদ্ধে এবং যেখানে চালু হয়েছে, তা বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে জোর আন্দোলন শুরু হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here