হায়দ্রাবাদের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে । ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা এলাকার ঘিরে রেখেছে পুলিশ।
সোমবার সকালে হায়দ্রাবাদের সিঙ্গারেড্ডি জেলার সিগাচি কেমিক্যালসের কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে যায় তল্লাট।কারখানায় আগুন লেগে যায়।
দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকল সূত্রে জানা গেছে, হঠাৎ কারখানার রি-অ্যাক্টরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । দমকল উদ্ধার কাজ চালাচ্ছে । মৃতের সংখ্যা বাড়তে পারে । ভিতরে আরো কেউ থাকতে পারেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটলো, তার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।