অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হায়দ্রাবাদে ডামি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল বলে, পুলিশি জেরায় স্বীকার করেছে ।

 

এই দুই সন্দেহভাজন ব্যক্তি আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে। গোটা হায়দ্রাবাদ শহর জুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।

 

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, অল হিন্দ ইত্তেহাদুল মুসলিম সংগঠনের সঙ্গে যুক্ত এই দুই ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করেছিল। সৌদি আরবের আইসিস মডিউলের নির্দেশে তারা হায়দ্রাবাদে ডামি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। সফল হলে দেশজুড়ে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল তারা। জঙ্গি সন্দেহে ধৃতদের একজন ২৯ বছরের সিরাজুর রহমান ভিজিয়ানগরমের বাসিন্দা। অন্যজন ২৮ বছরের সঈদ সমীর হায়দ্রাবাদের বাসিন্দা ।

 

২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষের প্রাণ যায়। এই হামলার ঘটনায় ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং ১০০ জঙ্গি নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী।

 

পাকিস্তানও ভারতীয় ভূখণ্ডে পাল্টা হামলা চালায় । ভারত পাক দুই দেশের মধ্যে সংঘর্ষ ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে যায়। এরপর আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ১০ মে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় । ১২ মে সংঘর্ষ বিরতি পর্যালোচনায় দুই দেশের ডিজিএমও হটলাইনে কথা বলে সংঘর্ষ বিরতি চলবে বলে জানিয়ে দেন।

 

এই পরিস্থিতিতে জঙ্গিরা হায়দ্রাবাদের বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করেছিল । তার আগে গোপন সূত্রে খবর পেয়ে হায়দ্রাবাদ ও তেলেঙ্গানার গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরকসহ দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে সেই পরিকল্পনা ভেস্তে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here