সোমবার হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দাস পুরের ৪ জন শ্রমিক রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। দাস পুরের ২ জন শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
সোমবার সকালে হায়দ্রাবাদের সাঙ্গারেড্ডি জেলার সিগাচি কেমিক্যালসের কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে যায় তল্লাট।কারখানায় আগুন লেগে যায়। দমকলের ১১ টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার করে।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘এখনো পর্যন্ত পাওয়া খবর ৩৬ জনের এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে।’
দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে বহু শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।