হায়দ্রাবাদ চারমিনার সংলগ্ন গুলজার হাউসের কাছে একটি তিনতলা বাড়িতে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে। দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও দ্রুত ত্রাণ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

 

রোববার সকাল ৬ টা নাগাদ গুলজার হাউসের কাছে ঘন বসতি এলাকার একটি তিন তলা বাড়িটিতে আগুন লাগে । কী কারণে আগুন, তা এখনো জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে বলে, দমকল সূত্রে জানা গেছে।

 

শ্রীকৃষ্ণ পার্লস ভবন নামের ওই বাড়িটির নিচে মুক্ত ও গয়নার পর পর অনেক দোকান ছিল । এবং ওপরের তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করতেন । নিচের তলার দোকানে আগুন লেগে তা দ্রুত তিন তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে । পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়।

 

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১ টি ইঞ্জিন। বস্তি এলাকা, ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে সমস্যা হয়। দমকলকর্মীরা অনেককে উদ্ধার করতে পারলেও ২ জন শিশুসহ ১৭ জনের আগুনে পুড়ে মৃত্যু হয়।

 

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে, এই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেন। এবং তাঁরা যাতে আর্থিক সহায়তা পান, সেই চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং দ্রুত ত্রাণ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here