সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ‘ভারতীয় সেনাবাহিনী নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে। অন্তত ১০০ জন জঙ্গিকে তাঁরা নিকেশ করেছেন।’
অপারেশন সিন্দুর পরবর্তী কেন্দ্রের ডাকা বৃহস্পতিবারের সর্বদল বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী। সভায় উপস্থিত বিরোধীদলের নেতাদের এ খবর জানান রাজনাথ সিং।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতিতে সভার দায়িত্বভার সামলান রাজনাথ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় এটি দ্বিতীয় সর্বদলীয় বৈঠক। বিহারের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় প্রথম সর্বদল বৈঠকেও অনুপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
তবে বৈঠকে, কেন্দ্রের বিজেপি মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী উপস্থিত ছিলেন।ছিলেন, অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, কিরেন রিজেজু।
বৈঠকে, সব রাজনৈতিক দলের পক্ষে ভারতীয় সেনাবাহিনীর অভিযানকে কুর্নিশ জানানো হয়েছে বলে, জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। জানা গেছে, এখনো অভিযান চলছে বলে, কেন্দ্র সরকারের তরফে বিরোধী দলের নেতাদের জানানো হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ যায়। তারই পাল্টা হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুর নামে অভিযান চালিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী।