১২ টি দেশের ওপর নিষেধাজ্ঞা এবং ৭ টি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করে, সেই আদেশে বুধবার স্বাক্ষর করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানানো, হয়েছে ৯ জুন, সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে।

 

যে সমস্ত দেশের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে, সেগুলো হলো, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো ইকুয়েটোরিয়ানা, গিনি, ইরিত্রিয়া, হাইতি এবং যে দেশগুলোর উপর আংশিক নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলো হলো, লাওস, বুরুন্ডি, কিউবা, সিয়েরা লিওন, ভেনেজুয়েলা, তুর্কমিনিস্তান এবং টোগো।

 

এক্স হ্যান্ডেলের একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কলোরাডোর বোল্ডারে সাম্প্রতিক হামলায় বিদেশি নাগরিক যুক্ত। যাদের সঠিকভাবে যাচাই করা হয়নি। তাদের প্রবেশের ফলে আমাদের দেশে যে চরম বিপদ তৈরি হয়েছে, তাই তুলে ধরেছে। ইউরোপে যা ঘটেছে, আমরা তা আমেরিকায় ঘটতে দেব না।’

 

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা এমন কোন দেশ থেকে উন্মুক্ত অভিবাসন করতে পারি না, যেখানে আমরা নিরাপদ ও নির্ভরযোগ্য ভাবে যাচাই বাছাই করতে পারিনা। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ করতেই হবে।’

 

এর আগে ২০১৭ সালে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন । যার ফলে বিভিন্ন দেশের মানুষকে ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছিল । এবার যাতে সেই বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য এই আগাম নিষেধাজ্ঞা জারি বলে মনে করছেন, বিশেষজ্ঞ মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here