১ লা মে থেকে বাড়ছে এটিএমে টাকা তোলার খরচ । বিনামূল্যের লেনদেন অতিক্রম করলে প্রতিটি লেনদেনের জন্য অতিরিক্ত দু টাকা দিতে হবে ব্যাংক গ্রাহকদের।
রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী বিনামূল্যের এটিএম লেনদেন শেষ হলে প্রতিবার এটিএম থেকে টাকা তোলার জন্য আগে ২১ টাকা ফি দিতে হতো। এবার দিতে হবে ২৩ টাকা।
এছাড়া ব্যালেন্স চেক করার জন্য ৭ টাকা ফি দিতে হবে । ব্যাংক গ্রাহকরা তাদের নিজেদের ব্যাংক এটিএমে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। মেট্রো শহরে অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে তিনটি বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা । তবে মেট্রো শহর নয়, এমন জায়গায় অন্য ব্যাংকের এটিএম থেকে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন ।