২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোন দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে মহম্মদ ইউনুস বাংলাদেশের বহুল চর্চিত, বহুল কাঙ্খিত জাতীয় নির্বাচনের মাস ঘোষণা করেন। সেই মতো দেশের নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিয়ে বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ।
এদিন মহম্মদ ইউনুস বলেন, ‘আমরা চাই, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল নির্বাচনে অংশ নিক । এখানে মনে রাখা জরুরি , বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোর প্রধান কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন।’

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইউনুস এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে আরও বলেন, ‘এ সরকারের একটি বড় দায়িত্ব হলো , পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচনের আয়োজন করা যাতে, দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে।’