রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এক মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।
শুক্রবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিলে, সরকারপক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানান, ‘এই পরিমাণ ডিএ-র জন্য অন্তত কুড়ি হাজার কোটি টাকা প্রয়োজন । যা এখন সরকারের কোষাগারে নেই । আর এতো টাকা দিতে গেলে, সরকারের কোমর ভেঙে যাবে।’
এরপর শীর্ষ আদালত এক মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন।
এই মামলার পরবর্তী শুনানি হবে অগাস্ট মাসে । তখন বাকি বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে, জানিয়েছেন শীর্ষ আদালত।
কেন্দ্রীয় হারে এবং বকেয়ার ডিএ-র আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সরকারি কর্মচারীদের একাংশ।২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট সেই মামলায় রাজ্য সরকারকে কেন্দ্রের সমতুল্য ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় । সেই মামলায় সুপ্রিম কোর্ট আজকের এই রায় দিয়েছেন।
মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এই রায়ের ফলে, রাজ্য সরকারি কর্মীদের অধিকার কিছুটা হলেও রক্ষা পাবে।’
রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষ আজকের এই রায় প্রসঙ্গে বলেন, ‘কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করেছিল । শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে, এটা আমাদের প্রাপ্য।’