ডিএ র জন্য বাজেট বরাদ্দ নেই । কোষাগারে টাকা নেই । তাই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ র ২৫ শতাংশ ২৭ জুনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের শেষ দিন, শীর্ষ আদালতে আরও ছ’মাস সময় চেয়ে অন্তর্বর্তীকালীন রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে, রাজ্য সরকার।
অন্যদিকে, ২৫ শতাংশ বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দেওয়ার জন্য ১৬ মে নির্দেশ দেন শীর্ষ আদালত। আদালত নির্দিষ্ট সেই ২৭ জুন তারিখ পেরিয়ে গেলে, আদালত অবমাননার অভিযোগে,রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ দিয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ২৭ জুনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ।
এ প্রসঙ্গে সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, ‘এই পদক্ষেপ আদালত অবমাননাকারী পদক্ষেপ। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া। আমার টাকা নেই, বলার যুক্তি নেই। কারণ, কর্মচারীদের বেতন, পেনশন হচ্ছে স্থায়ী খরচ। মেলা খেলা করে স্থায়ী খরচের অর্থ নষ্ট করছেন তিনি।’