আদালতের নির্দেশ মেনে দুর্নীতির দায়ে বাতিল হয়ে যাওয়া শিক্ষকের চাকরির নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ৩১ মে মধ্যে জারি করা হবে।একইসঙ্গে এই নির্দেশ না মানলে, চাকরিহারা শিক্ষকদের ফল ভুগতে হবে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুনে, চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানান, নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।
মঙ্গলবার বিকালে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের বক্তব্য শোনার পর, চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘দুর্নীতি এড়িয়ে যাওয়ার মানসিকতা দেখতে পেলাম। রিভিউ পিটিশনে লড়তে হবে । আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে । সরকারের যোগ্যদের বাঁচানোর আরও জায়গা ছিল । সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ফের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া অসম্ভব। বিজ্ঞপ্তি জারির আগে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয়, আগেও আমরা আবেদন জানিয়েছিলাম।’
রাজ্য সরকার ও স্কুল শিক্ষা কমিশনের দুর্নীতির দায়ে চাকরিহারা শিক্ষকরা পরীক্ষা না দিয়ে চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে কয়েক সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ করছেন । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টেইন্টেড, আনটেইন্টেড শিক্ষকদের তালিকা আদালতে জমা দিয়েছে । কিন্তু রাজ্য সরকারের তরফে শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য কোন ধরনের সহযোগিতা করা হয়নি। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হয়নি। নিজেদের পিঠ বাঁচাতে সরকার তাদের দুর্নীতির দায় অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত বলে, চাকরিহারা শিক্ষকদের একাংশের অভিযোগ।